রাউজান সংবাদদাতাঃ চট্টগ্রামের রাউজানে ২০২৪-২৫ অর্থ বছরের পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্্র প্রান্তিক ৪ হাজার ৩ শত ৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে শীতকালীন শাক-সবজির বীজ, সার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
১১ নভেম্বর (সোমবার) সকালে উপজেলা পরিষদ মাঠে অনষ্ঠিত পুনর্বাসন প্রণোদনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা সনজিব কুমার সুশীল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির জানান, প্রথম প্রণোদনায় ৭ শত জন কৃষক কৃষাণিদের মাঝে ২০ প্রকার শাক-সবজির উফশী জাতের বীজ ও প্রতিজনকে বিকাশের মাধ্যমে নগদ ১ হাজার টাকা করে বিতরণ করা হয়।
দ্বিতীয় দফায় ৩ হাজার জন কৃষক কৃষাণিদের মাঝে হাইব্রিড জাতের বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার ও বিকাশের মাধ্যমে ১ হাজার টাকা করে নগদ টাকা বিতরণ করা হয়। এছাড়া ৬ শত ৪০ জন কৃষককে রবি মৌসুমে প্রণোদনা হিসাবে বিতরণ করা হয় গম, সরিষা, চিনা বাদাম, সূর্যমূখী, শীত কালিন পিয়াজ, মুগ ও ফেলন ডাল বীজ।
বিনামূল্যে শীতকালীন শাক সবজির বীজ, সার ও নগদ অর্থ সহায়তা বিতরণ শেষে ইঁদুর নিধন অভিযান- ২০২৪ উদ্বোধন করেন প্রধান অতিথি। উপ-সহকারী কৃষি কর্মকর্তা সনজিব কুমার সুশীল বলেন, সারা দেশে কৃষকের প্রায় ২০% ফসল নষ্ট করে ইঁদুর। রাউজানে কৃষকের ফসল বাঁচাতে কৃষি সম্প্রসারন অধিদপ্তর ইঁদুর মারার যন্ত্র বিতরণ করেন কৃষকদের মাঝে।