চট্টগ্রামের ফটিকছড়ির হারুয়ালছড়ি থেকে আনিকা আক্তার নামের ২ সন্তানের জননী এক গৃহবধূর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১২ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে হারুয়ালছড়ি ইউপির ৫নং ওয়ার্ডস্থ বাংলাবাজার সংলগ্ন বসতঘর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত লাশটি একই এলাকার নাজিম উদ্দিনের মেয়ে। ঘটনাস্থলে পুলিশ এবং চেয়ারম্যান আছে। এ ব্যাপারে ভূজপুর থানার অফিসার ইনচার্জকে একাধিকবার ফোন দিয়ে পাওয়া যায়নি।