ছবিটির পরিচালক একজন বাঙালি। সুদীপ্ত সেন। ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটা নিয়ে সরকারিভাবে নিজের প্রতিবাদ এবং আপত্তির কথা জানালেন কেরালার বামপন্থী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটিতে বলা হয়েছে যে গোটা কেরালা রাজ্যটা হলো সন্ত্রাসবাদীদের সেফ হাভেন। শুধু তাই নয়, ছবিতে দেখানো হয়েছে কেরালার বত্রিশ হাজার মেয়েকে ধর্মান্তরের মাধ্যমে আইএস-এর সিরিয়া ও আফগানিস্তান এর ক্যাম্পে পাঠানো হয়েছে। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তাঁর একটি ফেসবুক পোস্টে বলেছেন- এগুলো সবই রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের অপপ্রচার। তারা কেরালাকে কালোভাবে দেখাতে চায়। কেরালায় নারীদের ধর্মান্তকরণ একটা সমস্যা হতে পারে, কিন্তু তা এত প্রকট নয়। তিনি দা কেরালা স্টোরি ছবিটাকে প্রপোগান্ডাস্টিক ফিল্ম বলে আখ্যা দিয়েছেন। পরিচালক সুদীপ সেন তা মানতে নারাজ।
তাঁর মতে বাস্তবেই আধারিত হয়েছে এই ছবি।