ম্যাচের তৃতীয় মিনিটেই আর্লিং হালান্দের গোলে এগিয়ে গেলো ম্যানসিটি। ঘাবড়ে না গিয়ে দ্রুত সেটা শোধও করলো ফুলহ্যাম। আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তাপ ছড়ানো ম্যাচে দুর্দান্ত গোল করে সিটিকে জয় এনে দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার জুলিয়ান আলভারেজ।
ইপিএলে আজ ফুলহ্যামের মাঠে ২-১ গোলে জিতেছে পেপ গার্দিওয়ালার দল। এই জয়ে ৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে সিটি। এক ম্যাচ বেশি খেলা আর্সেনাল ৭৫ পয়েন্ট নিয়ে নেমে গেছে দুই নম্বরে। ৩৩ ম্যাচে ১৩ জয়ে ৪৫ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে ফুলহ্যাম।
এদিন ম্যাচের নব্বই সেকেন্ডের মাথায় আলভারেজকে ফুলহ্যাম ডিফেন্ডার টিম রিম ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে লক্ষ্যভেদ করে হালান্দ। চলতি মৌসুমে এটা হালান্দের ৫০তম গোল। ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) হলান্ডের ৩৪তম গোল। এই প্রতিযোগিতার ইতিহাসে যা যৌথভাবে সর্বোচ্চ।
প্রিমিয়ার লিগের এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এতদিন ছিল অ্যান্ডি কোলে ও ইংলিশ কিংবদন্তি অ্যালান শিয়েরার।
স্রোতের বিপরীতে ১৫তম মিনিটে সমতায় ফেরা ফুলহ্যাম। বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কার্লোস ভিনিসিউস। ৩৬তম মিনিটে সিটির লিড পুনরুদ্ধার করেন আলভারেজ। ফুলহ্যামের ডি বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন তিনি। ম্যাচের বাকি সময় লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা।