চট্টগ্রামের সীতাকুণ্ড থানার হত্যা মামলার দীর্ঘদিন ধরে পলাতক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭।
জানা যায়, র্যাব-৭ বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পায়, সীতাকুণ্ড মডেল থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আলাউদ্দিন উপজেলার শেখ নগর মধ্যম পাড়াস্থ নিজ বাড়িতে অবস্থান করছে।
আটককৃত আসামীর নাম আলাউদ্দিনকে(৪৫)। সে শেখ নগর মধ্যম মহাদেবপুর এলাকার এরশাদ উল্লাহ জুনুর পুত্র বলে জানা যায়।
এ সংবাদের ভিত্তিতে আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
তার বাড়ি উপজেলা শেখ নগর মধ্যম মহাদেবপুর এলাকায়। আটক আসামিকে জিজ্ঞাসাবাদে সে হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি হওয়ার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে তাকে সীতাকুণ্ড মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।