নৈঃশব্দ্যের শব্দ
স্বপ্নেরা উবে যায় দহন অনুরাগে
মেঘ হয়ে উড়ে বৃষ্টি হয়ে ঝরে
অনাবৃষ্টি স্বপ্ন নিশিত রাতে,
পৈথানে হারায়ে লেপটে যায়
অলিখিত চুক্তিনামায়।
স্বপ্নের স্বপ্নিল ঘোর মেঘে ধরা দেয়
লেপক জীবনে— তবুও,
নৈঃশব্দ্যের শব্দ নিশিত রাতে
স্বপ্নময় মন আনন্দে ছুঁয়ে যায় তাতে।