বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান বিএনপি নেতা এডভোকেট আলহাজ্ব ইফতেখার হোসাইন চৌধুরী মহসিন।
অবিলম্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নামে মিথ্য মামলা প্রত্যাহারের দাবীতে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম দক্ষিণ জাতীয়বাদী তরুণদল কর্তৃক চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা এডভোকেট আলহাজ্ব ইফতেখার হোসাইন চৌধুরী মহসিন বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল ‘মিথ্যা’ মামলা অবিলম্বে প্রত্যাহার এবং অনতিবিলম্বে
তাকে দেশের মাটিতে ফেরার ব্যবস্থা করে দিতে হবে। জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সাঈদুর রহমানের সঞ্চালনায় ও চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মো. শাহ আলম এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মহানগর সাধারণ সম্পাদক মুহাম্মদ হারুন কাকল, ডা. আয়াতুল ইসলাম, সিনিয়র সহসভাপতি নুরুল রিপন, চট্টগ্রাম চট্টগ্রাম দক্ষিণজেলার সভাপতি সোহেল সওদাগর, দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি নুরুল হুদা নাছের জাহাঙ্গীর, সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় সদস্য আবুল কালাম আজাদ, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক হাসান মুহাম্মদ জুনায়েদ রাছেল প্রমুখ। ইসলাম
এর আগে সংগঠনটির আয়োজনে বিক্ষোভ মিছিল লালদিঘী মোড় থেকে শুরু হয়ে নগরীরর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এস শেষ হয়।