কক্সবাজার জেলার মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোঃ এমরান(২৮) কে গ্রেপ্তার হয়েছে।
মোঃ এমরান বড় মহেশখালী ছোট কুলালপাড়া এলাকার আবদুল মাজেদের পুত্র।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদের নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী (পিপিএম) সঙ্গীয় ফোর্সসহ ১ নভেম্বর(শুক্রবার) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী উপজেলার বড় মহেশখালী নতুন বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
তার বিরুদ্ধে মহেশখালী থানায় জিআর-৩০১/২৪ (মাদক) মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানা রয়েছে।
ইতিপূর্বে মহেশখালী থানায় এস আই মহসীন চৌধুরী যোগদানের পর থেকে নিয়মিত একেকজন ,দাগি সন্ত্রাসী সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার করায় অনেকে চিহ্নিত অপরাধীরা গা ঢাকা দিয়েছে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কায়ছার হামিদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন- সন্ত্রাসী,অস্ত্রধারী,মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে।