বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ৯ নং ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) রাত ৮ টায় সাদরপাড়া স্টেশন চত্বরে এ সভার আয়োজন করা হয়।
দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন বিএনপির ৯ নং ওয়ার্ডের সভাপতি মৌলানা আলী হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউসুফ ড্রাইভারের সঞ্চালনায় সভার কার্যক্রম শুরু হয়।
কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলার বিএনপি সভাপতি মোক্তার আহমদ,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর বাবু ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,দক্ষিণ মিঠাছড়ি বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী খাঁন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মোক্তার আহমদ বলেন,ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বিভিন্ন নির্যাতনের কথা আমরা ভুলিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। সামনে আরোও কঠিন পথ পাড়ি দিতে হবে। বিএনপি,যুবদল ছাত্রদল, কৃষকদলসহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় নির্বাচন ও ইউনিয়ন পর্যায়ে নির্বাচনে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে আবুল বশর বাবু বলেন,ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বিভিন্ন নির্যাতনে সাধারণ মানুষের ত্রাস সৃষ্টি হয়েছিল। নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছে। আর আওয়ামী লীগ নেতারা দখলবাজিতে লিপ্ত ছিল। সেদিন কোনো প্রতিবাদ ছিল না। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। তাই সময় থাকতে স্বৈরাচারী হাসিনার কর্মীরা সাবধান হয়ে যান। যারা মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতা, কর্মীদের হয়রানি করেছে তারা সঠিক পথে ফিরে আসুন।বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না।
অনুষ্ঠানে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন,দক্ষিণ মিঠাছড়ি বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী খাঁন, রামু উপজেলা বিএনপির সি:সহ-সভাপতি ফোরকান আহম্মদ,রামু উপজেলা বিএনপির সি:যুগ্ম সম্পাদক শেখ আব্দুল্লাহ, রামু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফয়সাল কাদের, কক্সবাজার জেলা যুবদলের সহ-সভাপতি জাবেদ ইকবাল,কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবছার কামাল ও রামু উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাঈদ হোসাইন আকাশ।
কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, কৃষক দল,শ্রমিক দল নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ।