চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃহস্পতিবার(৫ ডিসেম্বর) দুপুরে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
তিনি আগ্রাবাদ বাদামতলী মোড় সংলগ্ন এক্সেস রোড এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনাকালে ফুটপাত ও পার্কিং এর জায়গা দখল করে নির্মিত ৩০টি দোকান উচ্ছেদ করে ফুটপাত ও পার্কিং অবৈধ দখল মুক্ত করেন।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, ডবলমুরিং থানা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেট কে সহায়তা প্রদান করেন।